• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

বাম গণতান্ত্রিক জোটের পথসভায় পুলিশের বাধা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২১, ২০২২, ০৮:৩০ পিএম
বাম গণতান্ত্রিক জোটের পথসভায় পুলিশের বাধা

সিরাজগঞ্জে বাম গণতান্ত্রিক জোটের হরতালের পক্ষে পথসভা চলাকালে পুলিশের বাধা ও নেতৃবৃন্দের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে।

জেলার কাঠেরপুল, গুড়ের বাজার পথসভা শেষে সোমবার সন্ধ্যায় মমতাজ সিনেমা হলের পাঁচ রাস্তার মোড়ে পথসভা করছিল বাম গণতান্ত্রিক জোট।

সভা চলাকালে এক পযার্য়ে পুলিশ এসে পথসভায় বাধা দেয়। এ সময় পুলিশের সঙ্গে নেতাকর্মীদের ব্যাপক তর্কবিতর্ক হয়।

এ ঘটনায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নবকুমার কর্মকার নিন্দা জানিয়ে বলেন, “স্বাধীনতার পরে ১৯৭২ সালের যখন সংবিধান রচনা করা হয়, সেখানে  স্পষ্ট লেখা আছে, মানুষের কথা বলা গণতান্ত্রিক অধিকার। সেই গণতান্ত্রিক অধিকার হনন করার জন্য পুলিশ এই বাধা দিয়েছে। আমরা বাম গণতান্ত্রিক জোটে পক্ষে থেকে এর তীব্র নিন্দা জানাই।”

পথসভায় বক্তব্য রাখেন, বাসদ সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমরেড নবকুমার কর্মকার, কৃষক সমিতির কেন্দ্রীয় নেতা আনোয়ার রেজা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) নেতা সুলতান আহমেদ, বাসদ নেতা সন্তোষ কুমার বাবু, সিপিবি নেতা সুশীল কুমার দে।

নিত্যপণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ সোমবার বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী হরতাল সফল করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান বাম নেতারা।

Link copied!