• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বাবার বাড়ি ফেরা হল না নববধূ আশা মনির


লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ১১:২৯ এএম
বাবার বাড়ি ফেরা হল না নববধূ আশা মনির

লালমনিরহাটের কালীগঞ্জে ট্রাকচাপায় আশা মনি (৩০) নামের এক নববধূর মৃত্যু হয়েছে। এ সময় তার স্বামী মো. জাকারিয়া গুরুতর আহত হয়েছেন।

সোমবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টায় উপজেলার দলগ্রামের বুকশুলা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশা মনি উপজেলার দলগ্রাম ইউনিয়নের দক্ষিণ দলগ্রাম হাজীপাড়া এলাকার আহেদুল ইসলামের মেয়ে।

দলগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইকবাল হোসেন আশা মনির নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোমবার রাত ৯টার দিকে মোটরসাইকেল যোগে স্বামী সঙ্গে বাবার বাড়ি যাচ্ছিলেন আশা মনি। দলগ্রাম ইউনিয়নের বুকশুলা নামক এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দিলে চাকার নিচে পিষ্ট হন আশা মনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় স্বামী মো. জাকারিয়াকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম রসুল জানান, কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক ও হেলপার পলাতক।

Link copied!