• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বলাৎকারের ঘটনায় সেই এসআই কারাগারে


রংপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ০৮:৪১ এএম
বলাৎকারের ঘটনায় সেই এসআই কারাগারে

দুইজনকে বলাৎকারের ঘটনায় রংপুরের পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমার রায়কে (৩০) আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (১৮ মার্চ) সন্ধ্যার পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র। এর আগে বিকেলে অভিযুক্ত এসআইয়ের বিরুদ্ধে মামলা হলে তাকে গ্রেপ্তার দেখানো হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাতে ওই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ উঠলে তাকে থানা থেকে প্রত্যাহার (ক্লোজ) করে পুলিশ লাইনসে নেওয়া হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্ত এসআই স্বপন কুমার রায় নীলফামারীর ডিমলা উপজেলার বাসিন্দা। তার স্ত্রী অন্তঃসত্ত্বা হওয়ায় ২০-২৫ দিন আগে বাবার বাড়িতে চলে যান। বাড়িতে কেউ না থাকার সুযোগে এসআই স্বপন কুমার রায় বিকৃত যৌনাচারে লিপ্ত হতে বুধবার রাতে এক ভ্যানচালককে (৫০) তার বাড়িতে ডেকে নেন। অচেতন করে ওই ব্যক্তিকে বলাৎকার করেন স্বপন। সারা রাত সেখানে অবস্থানের পর বৃহস্পতিবার সকালে সেখান থেকে পালিয়ে বাড়িতে চলে যান ওই ব্যক্তি। পরে শারীরিকভাবে অসুস্থ অনুভব করলে সন্ধ্যায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

ওসি সরেস চন্দ্র জানান, পীরগাছার সদর ইউনিয়নের শুখানপুকুর গ্রামের দুইজন মৌখিকভাবে স্বপনের বিরুদ্ধে বলাৎকারের অভিযোগ করেন। অভিযোগকারীদের মধ্যে একজন ভ্যানচালক, তার বয়স ৫০। তাকে অসুস্থ অবস্থায় বৃহস্পতিবার রাতেই ভ্যানে করে থানায় নিয়ে আসা হয়েছিল। অন্যজন পঞ্চাশোর্ধ নৈশপ্রহরী। এই দুজনের মধ্যে বুধবার রাতের কোনো এক সময় ভ্যানচালক বলাৎকারের শিকার হন। আর নৈশপ্রহরী সাত দিন আগে বলাৎকারের শিকার হন। 

শুক্রবার বিকেলে ভ্যানচালকের ভাই বাদী হয়ে মামলা করেছেন। এর পরপরই স্বপনকে গ্রেপ্তার দেখানো হয়। সন্ধ্যার দিকে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!