বন্যা পরিস্থিতি উন্নতির পর ভাঙন-আতঙ্ক


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ১২:৫৫ পিএম
বন্যা পরিস্থিতি উন্নতির পর ভাঙন-আতঙ্ক

গত ২৪ দিন পদ্মার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার পর এখন কমতে শুরু করেছে। এতে রাজবাড়ীতে বন্যা পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে নদীর তীব্র স্রোতে ভাঙন-আতঙ্কে রয়েছেন স্থানীয় লোকজন।

শুক্রবার (১০ সেপ্টেম্বর) গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে গিয়ে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে নদীতে এখনো তীব্র স্রোত রয়েছে।

পদ্মাতীরবর্তী মহাদেবপুর গ্রামের বাসিন্দা ছমির শেখ বলেন, “পানি বাড়ার সময় একবার ভাঙন, আবার পানি কমার সময় একবার ভাঙন। এই ভাঙনেই আমাদের সব শেষ করে দিল।”

একই এলাকার বাসিন্দা আকলিমা বলেন, “পানি যখন ছিল তখন ঘরের মধ্যে পানি ঢুকছিল। এখন পানি নামছে। কিন্তু কাদার জন্য চলাফেরা কষ্ট। সাপের অত্যাচার তো আছেই।”

জেলা পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী আব্দুল আহাদ জানান, জেলার বন্যার পরিস্থিতির উন্নতি হচ্ছে। আশা করছি, দু-এক দিনের মধ্যেই রাজবাড়ীর নিম্নাঞ্চলের সব এলাকা থেকে পানি নেমে যাবে।

নদীভাঙন প্রসঙ্গে আব্দুল আহাদ আরও বলেন, “আমরা বালিভর্তি জিও ব্যাগ ও জিও টিউব প্রস্তুত রাখছি। কোথাও ভাঙন দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Link copied!