• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বড়াইগ্রামে হ্যাটট্রিক চেয়ারম্যান-মেম্বারকে সংবর্ধনা


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১২, ২০২১, ০৬:৩০ পিএম
বড়াইগ্রামে হ্যাটট্রিক চেয়ারম্যান-মেম্বারকে সংবর্ধনা

নাটোরের ২নং বড়াইগ্রাম ইউনিয়নে টানা তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মমিন আলী ও ১ নং ওয়ার্ড থেকে পর পর তিনবার নির্বাচিত মেম্বার নূর ইসলাম সিদ্দীকিকে ‘ফুটবল মার্কার কর্মী সম্মেলনে’র ব্যানারে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

রোববার দুপুরে বড়াইগ্রাম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রভাষক আশরাফুল সিদ্দিকীর সঞ্চালনায় আলহাজ্ব জালাল উদ্দিনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরপর তিনবারের নির্বাচিত চেয়ারম্যান মমিন আলী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বড়াইগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আমিনুল হক মতিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আবুল কালাম জোয়ার্দার, বড়াইগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি প্রভাষক আব্দুর রৌফ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলাম, ওয়ার্ল্ড আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত আলী, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাহাবুল সরদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানাসহ এলাকার নেতৃত্ব স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংবর্ধনা অনুষ্ঠানে মেম্বার প্রার্থী নূর ইসলাম সিদ্দিকীর অন্যতম কর্মী আবু হানিফের নেতৃত্বে রফিজ উদ্দিন, মনিরুল ইসলাম, শাহিনুর ইসলাম, আব্দুল জলিল, দেলোয়ার সরকার, কছিম উদ্দিন পরপর তিন বারের নির্বাচিত চেয়ারম্যান মমিন আলী ও নুর ইসলাম সিদ্দীকিকে সম্মানসূচক ক্রেস্ট তুলে দেন। এছাড়াও এবারের নির্বাচনে নূর ইসলাম সিদ্দিকীর ‘ফুটবল মার্কা’র বিজয়ে বিশেষ অবদান রাখায় আবু হানিফকে সম্মানসূচক ক্রেস্ট প্রদান করেন উপলশহর গ্রামের লুৎফর রহমান।

Link copied!