• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

বছরে ঘটে যাওয়া দেশের ব্যতিক্রমী খবর


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২১, ০৬:৩৯ পিএম
বছরে ঘটে যাওয়া দেশের ব্যতিক্রমী খবর

বছরজুড়ে দেশব্যাপী ঘটে গেছে কিছু ব্যতিক্রমী ঘটনা। জেলা প্রতিনিধিদের পাঠানো সেসব খবর প্রকাশ পায় সংবাদ প্রকাশ-এ। আলোচিত সেই খবরগুলো একনজরে দেখতেই এই আয়োজন।

টিকা নিতে চান ‘মৃত’ মোখলেছ

করোনার টিকা নিতে চান জামালপুরের মাদারগঞ্জের ‘মৃত’ মোখলেছ। কিন্তু টিকা নিবন্ধন করতে গিয়ে সৃষ্টি হয় সমস্যা। ভোটার তালিকায় দেখানো হচ্ছে তিনি মৃত। ফলে এ বিপত্তিকর অবস্থার সৃষ্টি হয়। ভোটার তালিকায় ‘মৃত’ মো. মোখলেছ মাদারগঞ্জ পৌরসভার চরগাবের গ্রাম এলাকার মুনছুর প্রামাণিকের ছেলে। পেশায় তিনি রাজমিস্ত্রি। 

টিকা নিতে চান ‘মৃত’ মোখলেছ

মো. মোখলেছ বলেন, “আমি জানতাম না ভোটার তালিকা থেকে আমার নাম কাটা। করোনার টিকা নিবন্ধনের জন্য অনলাইলে আবেদনের চেষ্টা করি। কিন্তু বারবার চেষ্টা করেও আবেদন নিচ্ছে না। পরে নির্বাচন অফিসে গিয়ে জানতে পারি ভোটার তালিকা থেকে আমার নাম কাটা হয়েছে।” মোখলেছ আরও বলেন, “আমি এখনো জীবিত আছি। তবু ভোটার তালিকায় মৃত দেখানো হয়েছে। ভোটার তালিকায় মৃত থাকায় মিলছে না সরকারি কোনো সুযোগ-সুবিধা। পাচ্ছি না করোনা টিকাসহ অন্যান্য সুবিধা। নির্বাচন অফিসে ভোটার তালিকায় জীবিত হতে আবেদন দিয়েছি। জানি না এমন সমস্যার সমাধান মিলবে কবে।”

বাবার চেয়ে ছেলে ২ বছরের বড়

ফরিদপুরে বাবার চেয়ে ছেলে দুই বছর চার মাসের বড়। এ ঘটনায় এলাকায় তোলপাড়ের সৃষ্টি হয়। জাতীয় পরিচয়পত্র অনুযায়ী ছেলে আনোয়ার হোসেনের জন্মতারিখ ১৯৪০ সালের ৫ জুলাই। আর বাবা গফুর মোল্লার জন্মতারিখ ১৯৪২ সালের ৫ অক্টোবর।
এমন প্রতারণার আশ্রয় নিয়ে জাতীয় পরিচয়পত্র সমাজসেবা অফিসে জমা দিয়ে সরকারি বয়স্ক ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে আনোয়ার হোসেনের বিরুদ্ধে।

বাবার চেয়ে ছেলে ২ বছরের বড়

আনোয়ার হোসেন ফরিদপুর সদরের চাঁদপুর ইউনিয়নের ধোপাডাঙ্গা গ্রামের বাসিন্দা আব্দুল গফুর মোল্লার ছেলে। তিনি পেশায় মুরগির ব্যবসা করেন। ১ সেপ্টেম্বর একই গ্রামের এক বাসিন্দা এ প্রতারণার বিষয়ের প্রতিকার চেয়ে বোয়ালমারী সমাজসেবা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ জমা দেন।

অলৌকিক প্রসাদ খেয়ে অচেতন সবাই, পরে সাধুবাবার লুটপাট

মানিকগঞ্জ সদরের আন্ধারমানিক এলাকায় একই পরিবারের ছয় সদস্যকে অলৌকিক প্রসাদ খাইয়ে অচেতন করে টাকা, স্বর্ণালংকার ও মোবাইল চুরি করেছে এক প্রতারক সাধুবাবা। ১৮ সেপ্টেম্বর সাধুবাবা ওরফে বাচ্চু প্রধানকে (৭৩) চাঁদপুরের মতলব দক্ষিণ থানার নারায়ণপুর এলাকা গ্রেপ্তার করে পুলিশ। ১৯ সেপ্টেম্বর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ভাস্কর সাহা।

অলৌকিক প্রসাদ খেয়ে অচেতন সবাই, পরে সাধুবাবার লুটপাট
ভাস্কর সাহা বলেন, সাধুবাবা ওরফে বাচ্চু প্রধান একজন পেশাদার প্রতারক। ৪ সেপ্টেম্বর মানিকগঞ্জ সদরের আন্ধারমানিক এলাকায় পঙ্কজ কুমার মণ্ডলের বাড়িতে গিয়ে নিজেকে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদি (লোকনাথের আশ্রম) থেকে আগত সন্ন্যাসী হিসেবে পরিচয় দিয়ে আশ্রয় চান।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ‘চাঁদের জমি’ উপহার

বিবাহবার্ষিকী স্মরণীয় করে রাখতে ভালোবেসে স্ত্রীকে চাঁদে এক একর জমি কিনে উপহার দিয়েছেন স্বামী। ২৩ সেপ্টেম্বর ওই দম্পতির ষষ্ঠ বিবাহবার্ষিকীতে স্ত্রী ইসরাত টুম্পার হাতে জমির দলিল তুলে দিন স্বামী এমডি অসীম। ওই দম্পতি খুলনা মহানগরীর মডার্ন মোড় এলাকার অস্থায়ী বাসিন্দা।

বিবাহবার্ষিকীতে স্ত্রীকে ‘চাঁদের জমি’ উপহার

স্বামীর গ্রামের বাড়ি গোপালগঞ্জে, পেশায় একটি বেসরকারি টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রতিনিধি। আর স্ত্রীর বাবার বাড়ি খুলনার তেরখাদা উপজেলার হাড়িখালী গ্রামে, পেশায় চিকিৎসক। ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর তাদের বিয়ে হয়। দীর্ঘ ৬ বছরে বিবাহিত জীবনে তাদের ৪ বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে।

তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে রংপুরে গ্রাম

রংপুরের পীরগাছায় গ্রামের ভুল নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন হয়। ১২ আগস্ট গ্রামবাসী একজোট হয়ে ‘ব্যাকাটারী’ নামের পরিবর্তে তুরস্কের রাষ্ট্রপ্রধান রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের নামানুসারে ‘তাইয়্যেপ পুর’ রাখে গ্রামটির নাম।

তুরস্কের রাষ্ট্রপ্রধানের নামে রংপুরে গ্রাম

এলাকাবাসী জানিয়েছে, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নে ‘ব্যাকাটারী’ গ্রামটির নাম ব্যাকরণগত ভুল। দীর্ঘ ৫০ বছরের বেশি সময় ধরে এই নামেই চলে আসছে গ্রামটি। এতে করে এলাকার বাইরে স্থানীয় বাসিন্দাদের গ্রামের পরিচয় দিতে অনীহা দেখা দেয়। অনেকেই গ্রামের নাম নিয়ে তামাশা ও হাসি ঠাট্টা করায় নিজেদের অসহায় মনে করতেন।

১০০ বছরে যে গ্রামে যায়নি পুলিশ

নাটোরের সিংড়া উপজেলার ১০নং চৌগ্রাম ইউনিয়নে রয়েছে একটি আদর্শ গ্রাম। যার নাম হুলহুলিয়া। গ্রামটি নিজস্ব নিয়মনীতি ও বিচারব্যস্থা দিয়ে পরিচালিত হয়। তাই কখনো প্রয়োজন হয়নি আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ।আর্দশ গ্রাম খ্যাত হুলহুলিয়ায় গত ১০০ বছরে কোনো মামলা-মোকদ্দমার জন্য পুলিশকে যেতে হয়নি।

১০০ বছরে যে গ্রামে যায়নি পুলিশ

কারণ নিজেদের নিয়ম নীতিতে বেশ কঠোর অবস্থানে রয়েছে এই গ্রাম। নাটোর জেলা সদর থেকে ৩৭ কিলোমিটার এবং সিংড়া উপজেলা থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে অবস্থিত হুলহুলিয়া গ্রাম। গ্রামটি ১২টি পাড়া নিয়ে গঠিত। এই গ্রামের আয়তন প্রায় ২ বর্গকিলোমিটার। গ্রামের জনগণ সবাই শতভাগ শিক্ষিত।

ভাত না খেয়েই ২১ বছর

ভাত দেখলেই তার বমি বমি লাগে! তাই জন্মের পর থেকে দীর্ঘ ২১ বছর শুধু সেদ্ধ ডাল, ছোলা, ডিম ও দুধ খেয়ে দিব্যি জীবন পার করছেন শেরপুরের নকলার মাহিদ হাসান লাভলু নামের এক তরুণ।

ভাত না খেয়েই ২১ বছর!

লাভলুর বাড়ি উপজেলার বানেশ্বরদী ইউনিয়নের বাউসা কবুতরমারী গ্রামে। তিনি ওই এলাকার আলম মিয়া ও লাল ভানু দম্পতির তিন সন্তানের মধ্যে বড় সন্তান। লাভলু বর্তমানে শেরপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজে গণিত বিষয়ে অনার্স শেষ বর্ষে পড়াশোনা করছে।

ফিলিপাইনের মেয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি

ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার রাধাকানাই ইউনিয়ন পরিষদের নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে মেম্বার পদে বিজয়ী হয়েছেন ফিলিপাইনের মেয়ে জিন ক্যাটামিন পেট্রিয়াকা ওরফে জেসমিন আক্তার জুলহাস। তিনি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত (১, ২ ও ৩ নম্বর) ওয়ার্ডে মাইক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেন। ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে জেসমিন পান ৪ হাজার ৪৯৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বক প্রতীকের শিমু আক্তার পান ১ হাজার ৮৩৭ ভোট।

ফিলিপাইনের মেয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি

বিজয়ী হওয়ার পর জেসমিন গ্রামের রাস্তায় বের হলেই উৎসুক মানুষ তাকে দেখতে ভিড় করেন। তার মুখে ইংরেজি কথা শুনে অনেকেই আনন্দ প্রকাশ করেন। স্বামী জুলহাস মিয়া দোভাষী হিসেবে সাধারণ মানুষের কথা ইংরেজিতে অনুবাদ করে বুঝিয়ে দেন জেসমিন আক্তারকে। তার এমন বিজয়ের ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়ে জেলাজুড়ে।

মহাপ্রতারক তৌহিদের বহুরূপী সাজ

সবার কাছে তিনি পরিচিত পুলিশ কর্মকর্তা হিসেবে। সবাই যেন বিশ্বাস করে- এজন্য পুলিশের ইউনিফর্ম পরে নিয়মিত ফেসবুকে ছবিও দেন। কখনও বন্দুক হাতে, কখনো ওয়াকিটকি হাতেও ছবি তুলেছেন পুলিশ প্রমাণে।

মহাপ্রতারক  তৌহিদের বহুরূপী সাজ

আবার পুলিশের কাছে তিনি পরিচিত দুদক কর্মচারী হিসেবে। কেই-বা আবার চেনে এনএসআইয়ের কর্মচারী হিসেবেও। কিন্তু আসলে তিনি একজন মহাপ্রতারক। মানুষের সঙ্গে প্রতারণা করতেই তার এই বহুরূপী সাজ। ১২ নভেম্বর বিকেলে চুয়াডাঙ্গা থেকে এ প্রতারককে গ্রেপ্তার করে পুলিশ। এই প্রতারকের নাম তৌহিদ হোসেন। তিনি চুয়াডাঙ্গার গহাইদঘাট গামের মিল্লান হোসেনের ছেলে।

রাণীর পর ছোট গরু ‘মাফিন’

খর্বাকৃতির গরু রাণীর পর দেশের সবচেয়ে ছোট গরু হিসেবে ‘মাফিন’ স্থান নিয়েছে বলে দাবি করেন রাজশাহীর এক গরু খামারি। গরুটি লম্বায় ২৮ ইঞ্চি এবং উচ্চতা সাড়ে ২৩ ইঞ্চি। আর ওজন অন্তত ১৮ কেজি। টেঙুরা বা ভুট্টি জাতের গরুটি প্রাপ্তবয়স্ক, বর্তমানে চার দাঁত রয়েছে।

রাণী‌‌র পর ছোট গরু ‘মাফিন’

রাজশাহী প্রাণিসম্পদ অধিদপ্তরের চিকিৎসক ফজলে রাব্বী তার টিম নিয়ে ৬ নভেম্বর ‘মাফিনকে’ দেখেন এবং মাফিনের স্বাস্থ্য পরীক্ষা করেন। তিনি জানান গরুটি পুরোপুরি সুস্থ ও স্বাভাবিক রয়েছে।

‘নকিয়া-১১১৪ মোবাইল’ ফিরে পেতে পোস্টারিং

পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলায় বাজার থেকে হারিয়ে যাওয়া ‘নকিয়া-১১১৪’ মডেলের একটি মোবাইল ফোন ফিরে পেতে পোস্টারিং করা হয়। ৮ অক্টোবর এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছবিতে লেখা, “গত- ০৫/১০/২০২১ ইং তারিখে একটি নোকেয়া মোবাইল হারিয়াছে। সন্ধানদাতা কে ১৫০০/- (এক হাজার পাচঁশত) টাকা পুরস্কার দেওয়া হইবে।” যোগাযোগ: মেসার্স সারা ফার্মেসি প্রো. মো. শাহাদত হোসেন।

‘নকিয়া-১১১৪ মোবাইল’ ফিরে পেতে পোস্টারিং

জানা গেছে, ‘নকিয়া-১১১৪’ মডেলের মোবাইল ফোনটির মালিক তেঁতুলিয়া সদর ইউনিয়নের সর্দারপাড়া গ্রামের পাথর ব্যবসায়ী তহিদুল ইসলাম। ভুক্তভোগী বলেন, মোবাইলে ব্যবসায়ীক কাজে ব্যবহৃত জরুরি নাম্বারগুলো ফিরে পেতে তিনি এই পোস্টারিং করেন। যে মোবাইলটির সন্ধান দিতে তার কাছ থেকে শুধু নাম্বারগুলো নিয়ে ফোনটি ফেরত দেওয়া হবে।

একসঙ্গে ৫ সন্তান প্রসব

চাঁপাইনবাবগঞ্জের জেসমিন খাতুন (২৪) নামে এক নারী রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে একসঙ্গে পাঁচটি সন্তান প্রসব করেন। ৩০ সেপ্টেম্বর নিজ বাড়িতেই সাড়ে পাঁচ মাসের একটি শিশুর জন্ম দেন জেসমিন। বাকি চারজন জন্ম নেয় রামেকে।

একসঙ্গে ৫ সন্তান প্রসব

তবে সব শিশুই প্রি-ম্যাচিউরডভাবে ভূমিষ্ঠ হওয়ায় একজনকেও বাঁচানো যায়নি। জেসমিন নামে ওই নারী চাঁপাইনবাবগঞ্জের দেবীনগর ইউনিয়নের কাবাতুল্লাহ মোল্লাটল্লা গ্রামের নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম শহিদের স্ত্রী।

এক যুবককে ‘৪ বার’ টিকা 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে গণটিকা প্রদানকালে সদর উপজেলার বল্লী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গৌতম রায় (৩২) নামের এক যুবককে ‘৪ বার’ টিকা দেওয়া হয়। ২৮ সেপ্টেম্বর বেলা ১২টার দিকে নাজমুন নাহার নামের এক ইউনিয়ন স্বাস্থ্য সহকারী তাকে টিকা দেন।

এক যুবককে ‘৪ বার’ টিকা 

গৌতম রায় বলেন, “আমি আজ টিকা দিতে গেলে আমাকে চারবার টিকা দেওয়া হয়।” সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়েত বলেন, “গৌতম রায়কে আমি ডেকে পাঠাই। তার শরীরে চারটি দাগ আমি দেখতে পাই।” 

স্কুল মাঠে বেড়া দিয়ে চাষাবাদ

মাদারীপুরের কালকিনি উপজেলার রায়পুর কাচারীকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে ধান ও কলাগাছ রোপণ করার অভিযোগ পাওয়া যায়। ফলে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যাতায়াত করতে সমস্যার সৃষ্টি হয়েছে।

স্কুল মাঠে বেড়া দিয়ে চাষাবাদ

তবে যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা নিজেদের জমি দাবি করেন। শিক্ষা অফিস বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

শিক্ষাপ্রতিষ্ঠান নাকি হাঁসের খামার

রাজবাড়ীর পাংশা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের কুরাপাড়া গ্রামে অবস্থিত ডা. আব্দুল কাদের বালিকা দাখিল মাদ্রাসা। সেই মাদ্রাসায় হাঁটুসমান পানিতে চড়ে বেড়ায় হাঁস। দীর্ঘ সময় স্কুল বন্ধ থাকায় এমন দৃশ্যেরই দেখা মেলে। ১১ সেপ্টেম্বর সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, বৃষ্টির পানিতে তলিয়ে যায় প্রতিষ্ঠানের মাঠ ও প্রবেশপথ। মাঠে জমা পানির মধ্যে খেলা করে হাঁস।

শিক্ষাপ্রতিষ্ঠান নাকি হাঁসের খামার!

প্রতিষ্ঠানের প্রধান মাওলানা আব্দুল কুদ্দুস বলেন, “প্রতিষ্ঠানটি উঁচু জায়গা হওয়া সত্ত্বেও পানি জমে। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়। পানি নিষ্কাশনের জন্য একটি কালভার্ট আছে। সেটা ব্যক্তিগত জায়গার ওপর দিয়ে হওয়ার কারণে বন্ধ করে দেন মালিকপক্ষ।” 

বৃদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

নাটারের বাগাতিপাড়ায় জোবেদা বেগম (৯৪) নামের এক বৃদ্ধাকে মৃত দেখিয়ে তার বয়স্ক ভাতা বন্ধ করে দেওয়ার অভিযাগ পাওয়া যায়। ভাতা বন্ধ হয়ে পড়ায় অসুস্থ মায়ের ওষুধের টাকা জোগাড় করা আর সংসার নিয়ে বিপাকে পড়েন আব্দুল খালেক।

বৃদ্ধাকে ‘মৃত’ দেখিয়ে বয়স্ক ভাতা বন্ধ

জোবেদা বেগম উপজলার পাঁকা ইউনিয়নের চিথলিয়া গ্রামর মৃত ইসমাইলের মেয়ে এবং একই এলাকার মৃত খোকার স্ত্রী। সমাজসেবা কর্মকর্তা রেজাউল করিম জানান, বিষয়টি খতিয়ে দেখে ভুক্তভাগীর ভাতাপ্রাপ্তির যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

হত্যা মামলায় ‘মৃতকে’ প্রায় ২ বছর পর জীবিত উদ্ধার

গাইবান্ধায় অপহরণের পর হত্যা মামলার ‘মৃত’ ব্যক্তিকে ২০ মাস পর জীবিত উদ্ধার করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। ২১ আগস্ট দুপুরে গাইবান্ধা কার্যালয়ে এ বিষয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করে পিবিআই। জেলার সুন্দরগঞ্জ উপজেলার ডোমেরহাট ইউনিয়নের সূবর্ণদহ গ্রামের জাহিদুল ইসলামের মেয়ে মোছা. জান্নাতি বেগমের সঙ্গে পাশের এলাকা নিজপাড়া গ্রামের মো. ওয়াসিম জাহান তৌহিদের প্রেমের সম্পর্ক হয়। সম্পর্কের একপর্যায়ে জান্নাতি গর্ভবতী হলে স্থানীয়দের চাপে তাদের বিয়ে হয়। কিন্তু বিয়ের পরে ওয়াসিম যৌতুক দাবি করায় মেয়ে পক্ষ তা দিয়ে অস্বীকার করলে জান্নাতিকে বাবার বাড়ি পাঠিয়ে দেন ওয়াসিম।

হত্যা মামলায় ‘মৃতকে’ প্রায় ২ বছর পর জীবিত উদ্ধার

এ ঘটনায় জান্নাতি বাদী হয়ে সুন্দরগঞ্জ পারিবারিক আদালতে মামলা করলে ২০১৯ সালের ৮ ডিসেম্বর আত্মগোপন করেন ওয়াসিম। এরপর পাল্টা মামলা করেন ওয়াসিমের বড় ভাই মানজুমুল হুদা নাহিদ। জান্নাতি এবং তার পরিবারের সাতজনের বিরুদ্ধে ওয়াসিমকে অপহরণ করে হত্যা ও গুমের মামলা করেন তিনি। ২০২০ সালের ৩০ জানুয়ারি আদালত মামলার তদন্তভার পিবিআইকে হস্তান্তর করে। দীর্ঘ তদন্ত শেষে গত ১৯ আগস্ট পিবিআইয়ের পুলিশ পরিদর্শক মো. আবদুর রাজ্জাকের নেতৃত্বে পিবিআইয়ের একটি দল গাজীপুরের মোগরখাল এলাকার টিএনজেএড নামের একটি কারখানা থেকে ‘মৃত’ ওয়াাসিমকে জীবিত উদ্ধার করে। তাকে আদালতে হাজির করা হয়। ওয়াাসিম দীর্ঘদিন থেকে বিভিন্ন পোশাক কারখানায় চাকরি করে আসছিলেন বলে জানায় পিবিআই।

পোয়া মাছের দাম ৫ লাখ ৩০ হাজার টাকা

কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের বাসিন্দ শাহ আলমের মালিকানাধীন এফভি জোমান নামের একটি মাছ ধরার ট্রলার নিয়ে হোসেন আহমদ মাঝির নেতৃত্বে ৯ জন জেলে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান।

২৭ কেজির পোয়া মাছের দাম ৫ লাখ ৩০ হাজার টাকা কেন

২১ আগস্ট সকালে সাগরে মাছটি ধরা পড়ে মাছটি। সাগরে জাল ফেলার পর ২৭ কেজি ওজনের পোয়া মাছ পাওয়া যায়। মাছটি কক্সবাজার আনা হলে ৫ লাখ ৩০ হাজার টাকায় বিক্রি হয়।

Link copied!