• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বগুড়ায় চতুর্থ ধা‌পে ইউপি নির্বাচ‌নে চেয়ারম‌্যান হ‌লেন যারা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৭, ২০২১, ০৯:৫৯ এএম
বগুড়ায় চতুর্থ ধা‌পে ইউপি নির্বাচ‌নে চেয়ারম‌্যান হ‌লেন যারা

দু-এক‌টি বি‌চ্ছিন্ন ঘটনা ছাড়া বগুড়া সদর, কাহালু এবং নন্দীগ্রাম উপ‌জেলার ১৩‌টি ইউনিয়‌নে সুষ্ঠুভা‌বে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হয়। ইউনিয়নগু‌লোর মধ্যে শুধু বগুড়া সদ‌রের এরু‌লিয়া ইউনিয়‌নে ইভিএমে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হয়। 

ভোট গ্রহণ শে‌ষে গণনার পর রাত ৮টায় বগুড়া জেলা নির্বাচন অফিস সূ‌ত্রে ভো‌টের বেসরকা‌রি ফলাফল পাওয়া যায়। ফলাফ‌লে ১৩টি ইউনিয়‌নের মধ্যে ৩টি ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থী চেয়ারম‌্যান নির্বাচিত হয়েছেন। এছাড়া ২‌টি ইউনিয়‌নে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী প্রার্থী জয়লাভ ক‌রে‌ছেন। বাকি ৮‌টি ইউনিয়‌নে নির্বাচিত হ‌য়ে‌ছেন স্বতন্ত্র প্রার্থীরা।

নন্দীগ্রাম উপজেলায় ৪টি ইউনিয়নে ভোট গ্রহণ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে। এর ম‌ধ্যে ভাটরা ইউনিয়ন থে‌কে আওয়ামী লীগের প্রার্থী মোরশেদুল বারী নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছেন। এছাড়া নন্দীগ্রাম সদর ইউনিয়নে বিএনপির সমর্থক রেজাউল করিম কামাল আনারস প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।  থালতা মাঝগ্রাম ইউনিয়নে বিএনপির সমর্থক আব্দুল মতিন নির্বাচিত হয়েছেন। ভাটগ্রাম ইউনিয়ন যুবদল নেতা আবুল কালাম আজাদ নির্বাচিত হয়েছেন।

কাহালু উপজেলার ৮ ইউ‌নিয়‌নে দুটি‌তে আওয়ামী লীগ প্রার্থী জয়লাভ ক‌রে‌ছেন। তারা হ‌লেন জামগ্রাম ইউনিয়‌নে মনোয়ার হোসেন, পাইকড় ইউনিয়‌নে মিঠু চৌধুরী। দুইটিতে আওয়ামী লী‌গের বি‌দ্রোহী জয়লাভ ক‌রে‌ছেন। তারা হ‌লেন নারহট্ট ইউনিয়নে আব্দুর রহিম, কাহালু সদরে পিএম বেলাল। বাকি ৪ ইউ‌নিয়‌নে স্বতন্ত্র প্রার্থীরা নির্বা‌চিত হ‌য়ে‌ছেন।

তারা হ‌লেন মুরইল ইউনিয়নে জামায়াত নেতা আব্দুল জলিল, মালঞ্চায় বিএনপি নেতা নেছার উদ্দিন, কালাই ইউ‌নিয়‌নে বিএনপি নেতা জোবাইদুল হোসেন সবুজ, বীরকেদার ইউ‌নিয়‌নে বিএনপি নেতা সেলিম উদ্দিন। এছাড়া বগুড়া সদরের এরুলিয়া ইউনিয়নে বিএনপির আতিকুর রহমান আতিক চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

Link copied!