• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বকশীগঞ্জে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২১, ০১:২২ পিএম
বকশীগঞ্জে পাঁচ পরীক্ষার্থী বহিষ্কার

আজ (২ ডিসেম্বর) থেকে সারা দেশে শুরু হয়েছে এইচএসসি ও সমমান পরীক্ষা। সকাল ১০টায় পরীক্ষা শুরু হয়েছে।

কোভিডের কারণে এবারের পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে। প্রথম দিন পদার্থবিজ্ঞান প্রথম পত্র, আলিমে কোরআন মাজিদ ও কারিগরিতে (ব্যবসায় ব্যবস্থাপনা) হিসাববিজ্ঞান নীতি ও প্রয়োগ-২ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এদিকে জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। উপজেলার রাহিলা কাদির এইচএসসি (বিএম, ভোকেশনাল) পরীক্ষা কেন্দ্রে ৫ শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বন করার অপরাধে বহিষ্কার করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন জাহান লিজা জানান, পরীক্ষাকেন্দ্রে অসদুপায় অবলম্বন করার দায়ে পাঁচ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

Link copied!