ফেসবুকে কমেন্ট করায় কিশোরসহ তিনজনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। শনিবার (১২ মার্চ) রাত ১১টার দিকে গাজীপুরের কাপাসিয়া উপজেলার আড়াল এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন দক্ষিণগাঁও চরপাড়া এলাকার ফারুক হোসেন (২৬), নাঈম হোসেন (১৮) ও রবিন (১৫)। কাপাসিয়া থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করেছেন।
এসআই আব্দুর রউফ জানান, ফারুক হোসেন, নাঈম হোসেন ও রবিন ফেসবুকে কমেন্ট করেন। কমেন্টকে কেন্দ্র করে শনিবার রাতে দুর্বৃত্তরা তিনজনকে ছুরিকাঘাত করে। ফারুক ও নাঈম ঘটনাস্থলেই মারা যান। রবিনকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিনের মৃত্যু হয়েছে।
এসআই জানান, এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি। মরদেহগুলো ময়নাতদন্ত শেষে হস্তান্তর করা হবে।