শনিবার (১১ ডিসেম্বর) থেকে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) পর্যন্ত চার দিন ফেনীতে দুই লাখ ৩৯ হাজার ৯৯৯ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী ২৮ হাজার ৩৬৭ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ১১ হাজার ৬৩২ শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন রফিক উস ছালেহীন।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা তথ্য কর্মকর্তা রেজাউল রাব্বি মনির, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (এমও) ইসতাব রাকিন।
সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা (এমও) ইসতাব রাকিন জানান, জেলার ৬টি উপজেলা, ৫টি পৌরসভা ও ৪৩টি ইউনিয়নে শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর জন্য মোট এক হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এর মধ্যে এক হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র, ৭টি স্থায়ী কেন্দ্র এবং ৩০টি ভ্রাম্যমাণ কেন্দ্র থাকবে। এজন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ ও বেসরকারি স্বেচ্ছাসেবকসহ মোট ৩ হাজার ৪২৬ জন কর্মী নিয়োজিত থাকবেন।