ফেনীতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আজগর আলীর সভাপতিত্বে ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার লিজি আক্তার বিথির সঞ্চালনায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার বদরুল মোল্লা, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ড. মঞ্জুরুল আলম, সিভিল সার্জন রফিক উস সালেহীন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী সাদ আন্দালিব, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাইন উদ্দিন আহমেদ কামরান, সাধারণ সম্পাদক আবদুল মোতালেব।
সভায় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসান বলেন, দুর্নীতিকে ঘৃণা করুন এবং এর জন্য তৃণমূল থেকে প্রচারণা চালাতে হবে। তবে দুর্নীতি প্রতিরোধ করতে গেলে অনেকেই শত্রু হতে পারেন। এ ক্ষেত্রে দুর্নীতির প্রভাব ক্ষতির বিষয়ে বোঝানো ও সচেতনতার মাধ্যমে দুর্নীতি বহুলাংশে কমানো সম্ভব। ধীরে ধীরে আমরা প্রতিটি ক্ষেত্রে এখন সচেতন হচ্ছি। তাই থেমে থাকলে চলবে না। আমাদের কাজ করে যেতে হবে।”