• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ফিল্মিস্টাইলে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা


বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৯:৩৪ পিএম
ফিল্মিস্টাইলে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা

বগুড়ার কাহালু উপজেলায় ফিল্মিস্টাইলে ঘরের দরজা ভেঙে কলেজছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে মো. শাকিল হোসেন (২২) নামের এক যুবকের বিরুদ্ধে। 

এ সময় তাকে বাঁধা দিলে কলেজছাত্রীর মায়ের হাতের আঙ্গুলে কামড় দিয়ে গুরুতর জখম করে ওই যুবক। সে হাটুরপাড়া গ্রামের মো. বেলাল হোসেনের ছেলে মো. শাকিল হোসেন। 

সোমবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার হাটুরপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। 

এদিকে ঘটনার পর আজ সন্ধ্যায় কলেজছাত্রীর মা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন পুলিশ।

লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বখাটে মো. শাকিল হোসেন দীর্ঘদিন যাবত ওই কলেজছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। এছাড়া রাতের বেলা প্রায়ই কলেজছাত্রীর ঘরের জানালায় গিয়ে বিরক্ত করতো সব সময়। তার প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় ঘটনার দিন শাকিল ছাত্রীর বাড়িতে গিয়ে দুটি ঘরের দরজা ভেঙে ফিল্মি কায়দায় ছাত্রীকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ছাত্রীর মা বাঁধা দিলে তাকে গলা চেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে শাকিল। এ সময় ওই ছাত্রীর মায়ের বাম হাতের আঙ্গুলে কামড় দিয়ে গুরুতর জখম করে। খবর পেয়ে ছাত্রীর বাবা স্কুল শিক্ষক বাড়িতে আসলে তাকেও কিল-ঘুষি মেরে শাকিল চলে যায়। 

এ বিষয়ে ছাত্রীর বাবা জানান, ঘটনাটি ইউএনও স্যারকে জানিয়েছি। এছাড়াও থানায় লিখিত অভিযোগ দিয়েছি। 

এ বিষয়ে কাহালু থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. হারুন অর রশিদ জানান, খবর পেয়ে এ ঘটনাই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!