ফরিদপুরের সালথায় লাভলু শেখ (৩৫) নামের এক যুবককে হত্যা করে তার ভ্যান ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ আগস্ট) সকালে গলায় রশি পেঁচানো অবস্থায় ভ্যান চালকের লাশ উদ্ধার করে সালথা থানা পুলিশ।
উপজেলার আটঘর ইউনিয়নের মীরকান্দী এলাকার একটি খোলা মাঠ থেকে লাশ উদ্ধার করা হয়। লাভলু মীরকান্দী গ্রামের হোসেন শেখের ছেলে।
এলকাবাসী জানায়, প্রতিদিনের মতো লাভলু শেখ বাড়ি থেকে ভ্যান গাড়ি নিয়ে বের হন। কিন্তু রাতে বাড়িতে ফিরে আসে না। পরদিন এলাকাবাসী মীরকান্দী গ্রামের একটি মাঠে লাভলু শেখের লাশ দেখে পুলিশকে খবর দেনন। পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসিকুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আমরা লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠিয়েছি এবং মামলার প্রস্তুতি চলছে।”