পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে কেন্দ্র করে ফরিদপুরে হঠাৎ বেড়েছে ফুলের দাম। বাজারে ফুলের সরবরাহ কম থাকায় গুনতে হচ্ছে বাড়তি টাকা এমনই অভিযোগ ফুল ব্যবসায়ীদের।
ফরিদপুর নিউ মার্কেটের সামনের ফুটপাতে ফুল ব্যবসায়ী শাহ আলম মোল্লাসহ কয়েকজন ফুল বিক্রেতা বলেন, গত বছর যে ফুল আমরা কিনেছি ১০০ পিস ১২০০ টাকা করে এবার তার দাম দাঁড়িয়েছে ২৬০০ টাকা। তাছাড়া মহামারি করোনা ও ঘন কুয়াশার কারণে এবার ফুলের দাম বেশি।
একাধিক ফুল ব্যবসায়ী জানান, এ বছর মহামারি করোনা এবং বাজে আবহাওয়ার কারণে খামারিরা ফুল চাষ করতে অনেকটা অনীহা প্রকাশ করেন। ফলে ফুলের চাষ কমেছে। ফুলের চাষ কম হওয়ায় ও চাহিদা বেশি থাকায় দাম কিছুটা বেড়েছে।
ফুল কিনতে আসা একাধিক ব্যক্তি জানান, প্রতিবছর পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস এলেই ফুল ব্যবসায়ীরা নানা অজুহাতে ফুলের দাম বাড়িয়ে দেন।
বাজার ঘুরে দেখা গেছে, প্রত্যেক ফুলের দাম বাড়তি। রোববার রাতে যে গোলাপ বিক্রি হয়েছে ২৫ টাকা, সোমবার (১৪ ফেব্রুয়ারি) সকালে তা বিক্রি হচ্ছে ৩৫ টাকা করে। একইভাবে অন্যান্য জাতের ফুলও অপেক্ষাকৃত বেশি দামে বিক্রি হচ্ছে।
গাঁদা ফুল বাদে সব ফুলের দাম বৃদ্ধিতে ক্রেতাদের বাড়তি টাকা গুণতে হচ্ছে। একুশে ফেব্রুয়ারি পর্যন্ত এই অবস্থা চলবে বলে দোকানিরা জানান।