• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

ফরিদপুরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু 


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১, ০৮:৫১ পিএম
ফরিদপুরে করোনা উপসর্গে ৩ জনের মৃত্যু 

ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় করোনায় কেউ মারা যায়নি। দীর্ঘ আড়াই মাস পর ফরিদপুরে করোনায় মৃত্যু শূন্যে নামল। তবে উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২৫ আগস্ট) দুপুরে ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দিকুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। উপসর্গে মৃত তিনজনের মধ্যে ফরিদপুরের দুইজন এবং গোপালগঞ্জের একজন রয়েছেন।

করোনায় মৃত্যু না হওয়ায় জেলার মোট মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত রয়েছে। একই সময়ে ২১২ নমুনা পরীক্ষা করে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে।

শনাক্তের হার ২৪ দশমিক ০৫। নমুনা পরীক্ষার বিপরীতে কমেছে শনক্তের হার। এ নিয়ে ফরিদপুরে করোনা শনাক্তের সংখ্যা দাঁড়াল ২০ হাজার ৪৯৪।

জানা গেছে, পিসিআর ল্যাবে শনাক্ত ৪৯ জনের মধ্যে চরভদ্রাসনে, সালথা, ভাঙা ও বোয়ালমারীতে একজন করে, নগরকান্দায়  ও মধুখালীতে তিনজন করে, সদরপুরে আটজন এবং ফরিদপুর সদরে ৩১ জন রয়েছেন। বাকি দুইজন র‍্যাপিড অ্যান্টিজেন পদ্ধতিতে শনাক্ত হয়েছেন।

ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. সাইফুর রহমান বলেন, করোনা ডেডিকেটেড হাসপাতালে আজ পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ১৩৩ জন। এর মধ্যে করোনা শনাক্ত ৯০ জনের দেহে। ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ১৭ জন। এ পর্যন্ত জেলায় মারা গেছেন ৪৯৭ জন।
 

Link copied!