ফরিদপুরের সদরপুরের চৈতের কোল নদীতে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। প্রায় দেড়শ বছর ধরে চলা এ প্রতিযোগিতায় ছোট-বড় ১০টি নৌকা অংশ নেয়। করোনার মহামারিতে দীর্ঘদিন ঘরবন্দি থাকার পর এ উৎসব ঘিরে এ নদীর দুই পাড়ে বসেছে মেলা।
বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলার সদরপুরের চরবিষ্ণুপুর ইউনিয়নের চৈতের কোল নামক নদীতে এ নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আয়োজক কমিটির আহ্বায়ক ছিলেন চরবিষ্ণুপুর ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন চরবিষ্ণুপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য হুমায়ূন কবির, স্থানীয় সমাজসেবক আবুল কালাম আজাদ, সমাজসেবক সাহিনুল ইসলাম।
নৌকাবাইচ প্রতিযোগিতায় বিজয়ী দলকে ২৪ ইঞ্চি কালার টিভি ও দ্বিতীয় স্থান অধিকার করা দলকে ২০ ইঞ্চি টিভি দেওয়া হয়।
সন্ত্রাস ও মাদকমুক্ত করতে সুস্থ বিনোদন, ক্রীড়া এবং সাংস্কৃতিক প্রতিযোগিতার কোনো বিকল্প নেই উল্লেখ করে প্রতিবছর এই দিনে নৌকাবাইচ প্রতিযোগিতার ঘোষণা দেন ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন।
চরবিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন বলেন, “প্রায় দেড়শ বছর ধরে এ নদীতে চলে আসছে এ ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আজকের এ নৌকাবাইচ দেখতে ২০ হাজার মানুষ নদীর দুপাশে ভিড় জমায়।”