• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২০, ২০২২, ০৭:৩৬ পিএম
প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত

ভৈরবে নানা আয়োজনে প্রয়াত রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানের ৯ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষ্যে ভৈরব উপজেলা ও পৌর আওয়ামী লীগের আয়োজনে রোববার সকালে দলীয় কার্যালয়ে কোরআন খতম, জিল্লুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কালো ব্যাজ ধারণ, স্মরণসভা ও দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করা হয়।

দুপুরে সরকারি কে বি পাইলট মডেল হাই স্কুল মাঠে আওয়ামী লীগ সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়ার সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সিনিয়র সহ-সভাপতি ও প্রেসক্লাব সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, সহ-সভাপতি মো. জাকির হোসেন কাজল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকি বিল্লা, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ।

বক্তারা বলেন, জিল্লুর রহমান রাজনীতির তৃণমূল থেকে দেশের সর্বোচ্চ পদে আসীন হন। তিনি জীবনের সবটুকু সময় রাজনীতিতেই ব্যয় করেছেন। কিন্তু শত চেষ্টা থাকা স্বত্ত্বেও জীবনের শেষ ইচ্ছা ভৈরবকে জেলায় উন্নীত করে যেতে পারেননি।

Link copied!