প্রাইভেটকার খাদে পড়ে ৩ জনের মৃত্যু


বরগুনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৬, ২০২১, ০২:১৮ পিএম
প্রাইভেটকার খাদে পড়ে ৩ জনের মৃত্যু

বরগুনায় প্রাইভেটকার খাদে পড়ে দুই চীনা নাগরিকসহ ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। 

রোববার (১৫ আগস্ট) রাত ৩টার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের বরগুনার আমতলী উপজেলার কেওড়াবুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বরগুনার তালতলী উপজেলার নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা সাংহাই ইলেকট্রিক পাওয়ার কনস্ট্রাকশন কোম্পানির সেফটি অফিসার লিওয়েন তাও, প্রকৌশলী লুজিকলং এবং দোভাষী প্রকৌশলী মো. ফখরুল হাসান।

এ ঘটনায় আহত হয়েছেন ওই প্রাইভেটকারের চালক মো. মুসা মৃধা।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ-আলম।

পুলিশ জানায়, ঢাকা থেকে একটি প্রাইভেটকারে ওই তিন কর্মকর্তা বরগুনার তালতলীতে যাচ্ছিলেন। পথে তাদের বহন করা প্রাইভেটকারটি আমতলীর কেওয়াবুনিয়া এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে আমতলী থানা পুলিশ ঘটনাস্থল থেকে চারজনকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তিনজনকে মৃত ঘোষণা করেন।

Link copied!