অপহরণ মামলায় নারী গ্রেপ্তার 


মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২০, ২০২১, ০৩:৩৬ পিএম
অপহরণ মামলায় নারী গ্রেপ্তার 

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে এক গৃহবধূর স্বামীকে অপহরণের অভিযোগে অপর এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২০ আগস্ট) আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সন্ধ্যায় এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে রাত দশটার দিকে এক নারীকে গ্রেপ্তার করা হয়। গত ৫ আগস্ট ঘটনাটি ঘটলেও ওই গৃহবধূ বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাতে থানায় অভিযোগ করে বলে জানা গেছে।

হরিরামপুর থানার ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, যাত্রাপুর গ্রামের এক গৃহবধূর অভিযোগের প্রেক্ষিতে, একই গ্রামের এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে মামলা হয়েছে। 

Link copied!