জাতীয় শোক দিবস

প্রথম প্রহরে শেরপুর আ. লীগের শ্রদ্ধা নিবেদন 


শেরপুর প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১, ১০:৫১ এএম
প্রথম প্রহরে শেরপুর আ. লীগের শ্রদ্ধা নিবেদন 

সারা দেশের মতো শেরপুরেও গভীর শ্রদ্ধার সঙ্গে জাতীয় শোক দিবস পালন করা হচ্ছে। রোববার ভোরে দিবসটির প্রথম প্রহরে শহরের চকবাজার এলাকার জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির পিতার প্রতিকৃতিতে ফুল নিবেদনের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। 

পরে সকাল সাতটায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এদিন ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান (আতিক), জেলা প্রশাসক মোমিনুর রশীদ, পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। 

এ ছাড়া জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মী, প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরাও শ্রদ্ধা জানান। 

পরে কোরআন খানি, দোয়া ও অতিদরিদ্রদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়

Link copied!