• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

প্রথমবারের মতো সুন্দরবনের জেলেদের টিকাদান


মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৬:০৬ পিএম
প্রথমবারের মতো সুন্দরবনের জেলেদের টিকাদান

সুন্দরবনের দুবলার চরের জেলেদের প্রথমবারের মতো করোনা টিকা দেওয়া শুরু হয়েছে।

বঙ্গোপসাগর পাড়ের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলা জেলে পল্লীর আলোরকোলে মঙ্গলবার সকাল সাড়ে ৯টা থেকে এ টিকা প্রদান কার্যক্রম শুরু হয়।

দুবলা ফিসারম্যান গ্রুপের আয়োজনে দুবলার চরের সমুদ্রগামী ১৪ হাজার জেলেদের এ টিকা দেওয়া হচ্ছে।

দুবলার চরে স্বাস্থ্য অধিদপ্তরের সম্প্রসারিত টিকাদান কর্মসূচির এই কার্যক্রমের উদ্বোধন করেন বাগেরহাট সিভিল সার্জন ডা. জালাল উদ্দিন আহম্মেদ।

বাগেরহাটের রামপাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল জানান, দুর্গম বঙ্গোপসাগর পাড়ের দুবলার চরের আলোরকোল, মাঝিরকিল্লা ও নারিকেলবাড়ীয়ায় জেলেদের টিকা কার্যক্রমে অংশ নেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মেডিকেল অফিসার ডা. সৌরসহ অন্তত পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক। ১২ জন অভিজ্ঞ স্বাস্থ্য সহকারী জেলেদের এ টিকা প্রদান করছেন। এছাড়া রেড ক্রিসেন্টের ৮ জন স্বেচ্ছাসেবীও কার্যক্রমে অংশ নেন। জেলেদের জন্য ১৮ হাজার টিকা দুবলার চরে আনা হলেও জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন থাকলেই ১৪ হাজার জেলেকে দেওয়া হবে ‘জনসন অ্যান্ড জনসন’ ভ্যাকসিন। যা একবারই দেওয়া হবে। এর কোনো দ্বিতীয় ডোজ লাগবে না। একই সঙ্গে এসব জেলেদের টিকা কার্ড দেওয়া হবে বলেও জানান ডা. সুকান্ত কুমার পাল।

Link copied!