• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

প্রতারক চক্রের ৮ সদস্য আটক


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২১, ০৬:২৪ পিএম
প্রতারক চক্রের ৮ সদস্য আটক

ফরিদপুরে অভিযান চালিয়ে প্রতারক চক্রের ৮ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ নভেম্বর)সন্ধ্যা পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতাল ও তার আশেপাশের এলাকায় এ অভিযান চালায় পুলিশ।

শুক্রবার (১৯ নভেম্বর) দুপুরে ফরিদপুরের কোতোয়ালি থানায় সংবাদ সম্মেলনে জেলা পুলিশ জানায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে আগত রোগীদের গাড়ি প্রতিরোধ করে প্রতারণার মাধ্যমে চাঁদা আদায় করত একটি দালাল চক্র। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল অভিযান চালিয়ে প্রতারক চক্রের আট সদস্যকে আটক করে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, “আটকদের বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসপাতাল এলাকায় রোগীদের সঙ্গে প্রতারণাসহ দালালির অভিযোগ রয়েছে। বিকালে আসামিদের ফরিদপুর কোর্টে পাঠান হয়েছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ জলিলসহ অন্যান্য কর্মকর্তারা।

Link copied!