ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা পশ্চিম পাড়ায় আবন হোসেন (৪২) নামে এক যুবলীগ নেতাকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে প্রতিপক্ষরা।
রোববার (১৩ মার্চ) দুপুর আড়াইটায় পৌর এলাকার খাজুরা পশ্চিম পাড়ার বটতলায় ঘটনাটি ঘটে। নিহত আবন হোসেন খাজুরা গ্রামের সালামত মন্ডলের ছেলে।
স্থানীয় সুত্রে জানা গেছে, নিহত আবন হোসেন দুপুর আড়াইটার দিকে তার নিজ বাড়ি থেকে ঔষধ কেনার জন্য খাজুরা বটতলা এলাকার ফার্মেসিতে যান। এ সময় আগে থেকে সেখানে ওৎ পেতে থাকা একই এলাকার মঙ্গল, জাহিদ ও ছোটনসহ বেশ ক’জন তার উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে লাশ উদ্ধার করে। পরে ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠায়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা বলেন, “তারা এখন ঘটনাস্থলে অবস্থান করছেন। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আটকের জন্য চেষ্টা চালাচ্ছে পুলিশ।”
মো. সোহেল রানা আরও বলেন, “ফারুক হত্যার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হতে পারে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।”