• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২১, ০৩:০২ পিএম
পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ৩

ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক কিশোরীসহ তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) সকাল সোয়া ১১টার সময় ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ভাঙ্গাগামী একটি পিকআপ ফরিদপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার দুজন যাত্রী নিহত হন। এ সময় আহত হন আরও পাঁচজন।

নিহত ও আহতদের বাড়ি জেলার সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্টি গ্রামে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি। আহতদের ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

অন্যদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে অংশ নিতে এসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সাজেদা পারভিন (১১) নামের এক কিশোরীর। আজ সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। 

নিহত পারভিন রায়পুর ইউনিয়নের দামুরদি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তার বাবার নাম বকুল সেখ।

ফরিদপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আরিফ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পুলিশ কাজ করছে।

Link copied!