• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের সহায়তায় ভোট দিলেন প্রতিবন্ধী ভাদু মণ্ডল


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৬, ২০২১, ১১:০৭ এএম
পুলিশের সহায়তায় ভোট দিলেন প্রতিবন্ধী ভাদু মণ্ডল

রোববার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দিতে এসেছিলেন শারীরিক প্রতিবন্ধী। তার বাড়ি কেন্দ্র থেকে এক কিলোমিটার দূরে মজিদপুর গ্রামে। একমাত্র মেয়েকে সাথে নিয়ে এসেছেন। অনেক সময় অপেক্ষা করেও নিজের ভোট দেয়া নিয়ে শঙ্কায় ছিলেন।

এ সময় ভাদু মণ্ডলের পাশে দাঁড়ান বেড়া সার্কেলের উপপরিদর্শক (এসআই) শেখ রাশিদুল ইসলাম। তিনি কেন্দ্রের প্রিসাইডিং অফিসার মোহাম্মদ শামসুদ্দিনের সাথে আলাপ করে শারীরিক প্রতিবন্ধী ভাদু মণ্ডলের ভোটের ব্যবস্থা করে দেন। এ সময় প্রিসাইডিং অফিসার, এজেন্ট, পোলিংসহ নির্বাচন সংশ্লিষ্টরা নিয়মতান্ত্রিক ভাবে ভোট গ্রহণ করেন।

পুলিশের উপপরিদর্শক (এসআই) শেখ রাশিদুল ইসলাম বলেন, “একজন নাগরিক তার নাগরিক অধিকার প্রয়োগে সার্বিক সহযোগিতা করা নাগরিক দায়িত্ব বলেই মনে করি। সেই কারণেই তার ভোট প্রয়োগে সহযোগিতা করেছি মাত্র।”

প্রিসাইডিং অফিসার, পাবনা সরকারি মহিলা কলেজের শিক্ষক শামসুদ্দিন বলেন, “প্রতিবন্ধী বয়স্ক ভোটার কেন্দ্র এসে কিছুটা সময় অপেক্ষা করছিলেন। আমি কেন্দ্রের কাজে ব্যস্ত থাকায় নজরে আসেনি। পুলিশ কর্মকর্তার সহযোগিতায় তার ভোট নিতে পেরে নিজের কাছেও ভালো লাগছে।”

ভাদু মণ্ডল বলেন, “চেয়ারম্যান মেম্বাররা কী দিলো না দিলো সেটা কখনো ভাবি না। নিজের দায়িত্ব থেকে ভোট দিতে এসেছি। যেভাবে আগেও দিয়েছি।“

Link copied!