• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ৩ জমাদিউস সানি ১৪৪৬

পুলিশের ভয়ে পালিয়ে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার


সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৫, ২০২২, ০৮:৫৬ এএম
পুলিশের ভয়ে পালিয়ে থাকা বৃদ্ধের লাশ উদ্ধার

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে রাতে পুলিশের ভয়ে পালিয়ে থাকা ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের নাম হাজি যদু খান (৭৫)।

রোববার (২৪ জুলাই) বিকেল ৩টার দিকে মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের ধল্লা খান পাড়া গ্রামে এ ঘটনা ঘটে

হাজি যদু খান ওই গ্রামের মৃত আব্দুল হালিম খানের ছেলে। জমি সংক্রান্ত বিরোধের জেরে তিনি খুন হয়েছেন বলে নিহত যদু খানের পরিবারের দাবি।

নিহতের পরিবার অভিযোগ করেন, গভর্নমেন্ট অফিসার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি প্রতিপক্ষের কাছ থেকে বিরোধপূর্ণ জমি ক্রয় কিনে ভেকু দিয়ে মাটি ভরাট করে দখলের চেষ্টা করেন। এ সময় হাজি যদু খানসহ তার পরিবারের লোকজন বাধা দেয়। এতে গভর্নমেন্ট অফিসার্স মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পক্ষ থেকে যদু খানের ছেলেসহ ৫ জনের নাম উল্লেখ ও আরও কয়েকজনকে অজ্ঞাত আসামি করে চাঁদাবাজির অভিযোগে থানায় মামলা করে। ওই মামলায় শনিবার রাতে যদু খানের ভাতিজা আছান খানকে পুলিশ গ্রেপ্তার করে। নিহতের পরিবারসহ অন্য আসামিদের বাড়িতে গ্রেপ্তারে অভিযান চালায় পুলিশ। রাতেই পুলিশের ভয়ে গা-ঢাকা দেন হাজি যদু খানসহ মামলার অন্যরা। রোববার পালিয়ে থাকা পরিবারের অন্য লোকজন বাড়ি ফিরলেও বিকেলে হাজি যদু খানের লাশ মিলে বাড়ির অদূরে উত্তর পাশের ক্ষেতে।

স্থানীয় খলিল মিয়ার মেয়ে মরিয়ম জানান, দুপুরের দিকে মুখোশধারী ৪ ব্যক্তি লাশটি ফেলে রেখে দৌড়ে পালিয়ে যান। তার চিৎকারে এলাকার লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

নিহতের ছোট ছেলে আতাল হক খান বলেন, “মিথ্যা মামলা দিয়ে হয়রানির পাশাপাশি প্রতিপক্ষদের দিয়ে আমার বাবাকে শ্বাসরোধে হত্যা করে ফেলে রেখে যায়।”

সিংগাইর থানার পরিদর্শক (তদন্ত) আবু হানিফ জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া কিছুই বলা যাচ্ছে না। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত কেউ গ্রেপ্তার হয়নি।

Link copied!