• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পুকুরে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ


কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৩, ২০২২, ১০:৫৪ এএম
পুকুরে মিললো নিখোঁজ বৃদ্ধের মরদেহ

কুমিল্লার চান্দিনায় নিখোঁজের পাঁচ দিন পর উচ্চ আদালতের অবসরপ্রাপ্ত কর্মচারী মিলন মিয়া (৬২) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার সুহিলপুর ইউনিয়নের দলপাড়া গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

মিলন মিয়া ওই গ্রামের বাসিন্দা। তিনি উচ্চ আদালতের কর্মচারী ছিলেন। ২০১৯ সালে অবসর গ্রহণ করে বাড়িতে আসেন।

নিহতের ছেলে মো. সুমন বলের, “১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাড়ি থেকে বের হয়ে স্থানীয় যোগী মার্কেট নামক একটি বাজারে যান বাবা। তারপর থেকে তার কোনো খোঁজ নেই। আমার সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ১৮ ফেব্রুয়ারি চান্দিনা থানায় একটি সাধারণ ডায়েরি করি। মঙ্গলবার বিকেলে প্রতিবেশী মনির হোসেন বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে আমার পিতার ভাসমান মরদেহ দেখে আমাদের খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।”

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলের, “১৭ ফেব্রুয়ারি রাতে মোবাইল ফোনে আমাকে নিখোঁজের বিষয়টি জানান তার ছেলে মো. সুমন। সঙ্গে সঙ্গে আমি থানাকে অবহিত করি। যোগী মার্কেট থেকে তাদের বাড়িতে যাওয়ার যে পথটি ওই পথের পাশের পুকুর থেকেই মরদেহ উদ্ধার করা হয়েছে।”

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুর রহমান জানান, প্রাথমিক তদন্তে নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার আগ পর্যন্ত সঠিক ভাবে কিছুই বলা যাচ্ছে না। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। 

Link copied!