• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২১ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২১, ০৯:০৬ পিএম
পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জুঁই আক্তার (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার বসুনিয়া পাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত শিশু জুই ওই এলাকার আব্দুল জব্বারের মেয়ে। সে বসুনিয়া পাড়ার নূরানী মাদ্রাসায় ২য় শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে শিশু জুঁই ও পাখি মনি (৬) নামে আরেক শিশুর সঙ্গে বাড়ির পাশে খেলা করছিলো। কোন একসময় সবার অজান্তে তারা পুকুরের পানিতে পড়ে যায়। এ সময় স্থানীয়রা চিৎকারের আওয়াজ পেয়ে তাদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক জুঁইকে মৃত ঘোষণা করেন।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, “এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।”

Link copied!