• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা, নিহত ২


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২২, ১০:৫২ এএম
মেরিন ড্রাইভে সড়ক দুর্ঘটনা, নিহত ২

কক্সবাজারের এনজিওর মিনি পিকআপ ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম জানা যায়নি।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকাল ১০টায় টেকনাফ লম্বরি মেরিন ড্রাইভ সড়কে এ ঘটনা ঘটে। এই ঘটনায় আহত হয়েছে আরও অন্তত দুই জন।

পুলিশ জানায়, কক্সবাজারে নিহতরা দুইজনই সিএনজি অটোরিকশার যাত্রী। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত ওসি হাফিজুর রহমান জানান, পুলিশের একটি টিম উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।

Link copied!