• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাহাড়ে শুরু হচ্ছে মাউন্টেন বাইক রেস


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২১, ০৪:৩৪ পিএম
পাহাড়ে শুরু হচ্ছে মাউন্টেন বাইক রেস

মুজিব শতবর্ষে উপলক্ষে বান্দরবানের দুরন্ত মাউন্টেন বাইক রেস শুরু হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর দেশের বিভিন্ন বিভাগ থেকে ১০০ জন মাউন্টেন বাইকার অংশ নেবেন এই রেসে।  

বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে শহরের হিলটন কনফারেন্স হল রুমে জেলা পরিষদের সহযোগিতায় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের আয়োজনে সংবাদ সম্মেলনে মাধ্যমে জানানো হয়।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান ক্য শৈ হ্লা।

এ সময় বাংলাদেশ সাইক্লিং ফেডারেশনের সাধারণ সম্পাদক তাহেরুল আলম চৌধুরী, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মানুন, রেড ক্রিসেন্ট সোসাইটি সেক্রেটারি অমল কান্তি দাশসহ জেলায় কর্মরত সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, আগামী ২০ নভেম্বর শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘মুজিব বর্ষ দুরন্ত মাউন্টেন বাইক রেস ২০২১’। উক্ত মাউন্টেন বাইক রেস বান্দরবান সদর থেকে নীলদিগন্ত হয়ে মিলনছড়িতে এসে প্রতিযোগিতার সমাপ্তি হবে। 

Link copied!