• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

পারকি সৈকতে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ


চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৯, ২০২২, ১১:০২ এএম
পারকি সৈকতে জাহাজডুবি, ৭ নাবিক নিখোঁজ

চট্টগ্রামের পারকি সৈকত এলাকায় একটি লাইটার জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাহাজের ৭ নাবিক নিখোঁজ রয়েছেন।

শনিবার (১৯ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে বলে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড পূর্ব জোনের ভারপ্রাপ্ত জোনাল কমান্ডার ক্যাপ্টেন ফাইজ উদ্দিন আহম্মেদ।

ফাইজ উদ্দিন আহম্মেদ বলেন, “চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরের পারকি সৈকতসংলগ্ন এলাকায় কিছুসংখ্যক নাবিক নিয়ে এমভি টিটু-১৪ নামে একটি লাইটার জাহাজ ডুবে যায়। খবর জানার পর অভিযান চালিয়ে পাঁচজনকে উদ্ধার করেছি। এখনো আরও সাতজন নাবিক নিখোঁজ রয়েছেন।”

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহসভাপতি নবি আলম বলেন, “এমভি টিটু-১৪ নামের জাহাজটি আবুল খায়ের গ্রুপের। মালামাল লোড করে সি-বিচ এলাকার দিকে যাওয়ার পথে জাহাজটি ডুবে যায়।”

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট এম আব্দুর রউফ বলেন, “এমভি টিটু-১৪ নামে লাইটার জাহাজটি একটি বালুবাহী বার্জের ধাক্কায় ডুবে গেছে। জাহাজটিতে সিমেন্ট তৈরির কাঁচামাল ছিল। আমাদের উদ্ধার অভিযান অব্যাহত আছে।”

Link copied!