পাবনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৪৮


পাবনা প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৪, ২০২১, ০৪:৫৩ পিএম
পাবনায় আরও তিনজনের মৃত্যু, শনাক্ত ৪৮

পাবনায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২৩ আগস্ট) দুপুর থেকে মঙ্গলবার (২৪ আগস্ট) দুপুর পর্যন্ত তারা মারা যান।

পাবনা জেনারেল হাসপাতালের পরিসংখ্যানবিদ সোহেল রানা জানান, করোনা ইউনিটে ৪৬ জন রোগী ভর্তি রয়েছেন। এক দিনে হাসপাতালে উপসর্গে মারা গেছেন দুইজন। রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা উপসর্গে একজন মারা গেছেন। উপসর্গে মৃতরা হলেন কাশিনাথপুরের মৃত আব্দুল জলিল সরদারের ছেলে এসএম শাহিদুর রহমান (৮৫), ঈশ্বরদীর এলাহী রহমানের ছেলে আবু তায়িব (৫০)। এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা উপসর্গে সদরের একজন মারা গেছেন।

পাবনা সিভিল সার্জন অফিসের পরিসংখ্যান কর্মকর্তা অংশুপ্রতী বিশ্বাস জানান, ২৪ ঘণ্টায় পাবনার ১৭১০ নমুনায় ৪৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২ দশমিক ৮০ শতাংশ। ১ লাখ ৫০ হাজার ৮১২ জনের ফলাফলে মোট শনাক্ত হয়েছেন ১২ হাজার একজন। মোট মৃত্যুবরণ করেছেন ৪০ জন। সুস্থ হয়েছেন ১০ হাজার ৬৭৭ জন। এক হাজার রোগী বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। সংক্রমণের হার ৭ দশমিক  ৯৬ শতাংশ। সুস্থতার হার ৮৮ দশমিক ৯৭ শতাংশ।

Link copied!