• ঢাকা
  • সোমবার, ০৬ জানুয়ারি, ২০২৫, ২২ পৌষ ১৪৩০, ৬ রজব ১৪৪৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৬:৫০ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

টাঙ্গাইলের কালিহাতীতে খাদের পানিতে ডুবে সিয়াম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম ওই এলাকার সোহরাওয়ার্দী তালুকদারের ছেলে।

জানা যায়, সিয়াম বাড়ির আঙিনায় খেলছিল। এক পর্যায়ে শিশুটি বাড়ির পাশের খাদে পড়ে যায়। শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন। এসময় খাদের পাশে শিশুটির হাতে থাকা রুটি বানানোর বেলনা দেখতে পান স্বজনরা। পরে  খাদে থেকে সিয়ামকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ মর্মান্তিক মৃত্যুতে শিশুটির পরিবারে চলছে শোকের মাতম।

Link copied!