• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

সাংবাদিকের মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন


সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২২, ০৩:২২ পিএম
সাংবাদিকের মুক্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানিমূলক মামলায় গ্রেপ্তার সাতক্ষীরার পাটকেলঘাটা থানা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের পাতার সাংবাদিক শেখ জহুরুল হকের মুক্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

সাতক্ষীরা প্রেসক্লাবের আয়োজনে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ১০টায় প্রেসক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি পালিত হয়।

সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি মমতাজ আহমেদ বাপীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জ্যেষ্ঠ সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, মানবাধিকার কর্মী মাধব দত্ত, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক এম. কামরুজ্জামান, মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান সাংবাদিক অসীম কুমার চক্রবর্তী, সাংবাদিক সেলিম রেজা মুকুল, ফরিদ আহমেদ ময়না, হাফিজুর রহমান মাসুম, মনিরুল ইসলাম মনি, মহিদার রহমান, আকরামুল ইসলাম।

একই দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের পরিষদ। রোববার দুপুরে শহরের শহীদ আলাউদ্দীন চত্বরে সাতক্ষীরা সাংবাদিক ঐক্যের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সাংবাদিক ঐক্যের আহবায়ক সুভাষ চৌধুরীর সভাপতিত্বে সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যাপক আবু আহমেদ, আবুল কালাম আযাদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন,পুলিশ আইনমন্ত্রীর নির্দেশনা লঙ্ঘন করে মামলা দেওয়ার আগেই পাটকেলঘাটা প্রেসক্লাবের সভাপতি জহুরুল হককে আটক করেছে। পরে তাকে ডিজিটাল সিকিউরিটি আইনে গ্রেপ্তার দেখিয়ে জেলহাজতে প্রেরণ করেছে। বক্তারা সাংবাদিক জহুরুল হকের নিঃশর্ত মুক্তি দাবি করেন। 

সম্প্রতি তালা সার্কেলের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবিরের বদলির খবর শুনে পাটকেলঘাটায় মিষ্টি বিতরণ হয়। এ খবর ফেসবুকে লেখালেখি করায় পাটকেলঘাটার স্থানীয় আওয়ামী লীগের কর্মী আব্দুর রহমানকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। এ খবরের সত্যতা যাচাইয়ের জন্য সাংবাদিক জহুরুল হক পাটকেলঘাটা থানায় যান। এসময় জহুরুল হকের ফেসবুকে আব্দুর রহমানের পোস্ট শেয়ার করার অভিযোগে তাকেও আটক করা হয়। পরের দিন আব্দুর রহমান, জহুরুল হকসহ তিনজনের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) আরিফুর রহমান।

Link copied!