• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পাখিভ্যান উল্টে ছেলে নিহত, বাবা আহত


চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২১, ১২:২৬ পিএম
পাখিভ্যান উল্টে ছেলে নিহত, বাবা আহত

চুয়াডাঙ্গার জীবননগরে পাখিভ্যান উল্টে মানিক হোসেন (১০) নামের এক শিশু নিহত হয়েছে। এ সময় তার বাবা বাবলুর রহমান (৪০) আহত হয়েছেন।

বুধবার (২৪ নভেম্বর) সকালে জীবননগর উপজেলার পাথিলা সড়কে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। নিহত মানিকের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে।

নিহত মানিক হোসেন (১০) ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরূপপুর ইউনিয়নের পোড়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা গেছে, পোড়াপাড়া গ্রামের বাবলুর রহমান এবং তার ছেলে মানিক হোসেন পাখিভ্যানে করে বাড়ি থেকে জীবননগরে সাপ্তাহিক হাটে যাচ্ছিলেন। পথে পাথিলা কৃষি ফার্মের নারকেলবাগানের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি কাভার্ড ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ভ্যান থেকে রাস্তায় উল্টে পড়ে বাবলুর আহত হলেও তার ছেলে মানিক ঘটনাস্থলেই নিহত হয়। স্থানীয় লোকজন বাবলুর রহমানকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেন। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। 

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল খালেক জানান, সড়ক দুর্ঘটনায় নিহত মানিক হোসেনের মরদেহ উদ্ধার করে জীবননগর থানায় নেওয়া হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!