• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

পদ্মায় ধরা পড়লো ২২ কেজির পাঙ্গাশ


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১, ০২:২৩ পিএম
পদ্মায় ধরা পড়লো ২২ কেজির পাঙ্গাশ

রাজবাড়ীর দৌলতদিয়ায় পদ্মা নদী ধরা পড়লো ২২ কোজি ওজনের পাঙ্গাশ মাছ। শুক্রবার (২৭ আগস্ট) সকালে পাবনা জেলার কাজির হাট এলাকার জেলে পরাণ হালদারের জালে ধরা পড়ে বিশাল এ পাঙ্গাশ মাছ।

পরে মাছটি উন্মুক্ত নিলামে বিক্রির উদ্দেশ্যে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে অবস্থিত মো. দুলাল চালাকের মৎস্য আড়তে নিয়ে গেলে সেখানে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসাবে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মোট ৩০৮০০ টাকায় মাছটি কিনে নেন।

মো. চান্দু মোল্লা বলেন, “বেশ কিছুদিন পদ্মায় বড় মাছ পাওয়া যাচ্ছিলো না। সকালে দৌলতদিয়া মৎস্য আড়তে গেলে বড় আকৃতির পাঙ্গাশ মাছটি কিনে নেই। পরে মাছটি কেজি প্রতি ১০০ টাকা লাভে বিক্রি করে দেই। অনেক দিন পর একটি মাছ ভাল লাভে বিক্রি করতে পেরে ভাল লাগছে।

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ বলেন, এই ভরা বর্ষা মৌসুমে এখন পদ্মা নদীতে ইলিশ মাছের আকাল থাকলেও বড় বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙ্গাশ সহ নানান মাছ পাওয়া যাচ্ছে।
 

Link copied!