পণ্যের দাম বাড়ার প্রতিবাদে মিছিল


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১, ০৪:৪১ পিএম
পণ্যের দাম বাড়ার প্রতিবাদে মিছিল

নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জয়পুরহাটে ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (৩১ আগস্ট) বেলা ১১টায় জেলা শহরের চিনিকল সড়কের দলীয় কার্যালয় হতে মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পাঁচুরমোড়ে শেষ হয়।

পরে সেখানে ঘণ্টাব্যাপী বিক্ষোভ সমাবেশ করেন সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্ট জয়পুরহাট জেলা শাখা।

সংগঠনের জেলা সদস্য উৎপল দেবনাথের সভাপতিত্বে বক্তব্য রাখেন, কৃষক ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি ওয়াজেদ পারভেজ, সিপিবির জেলা সাধারণ সম্পাদক এম এ রশিদ, ছাত্র ফ্রন্টের জেলা সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রাশেদ, কৃষক ফ্রন্টের সদস্য সুন্দরী ওঁরা প্রমুখ।

বক্তারা বলেন, করোনা মহামারিতে মানুষের জীবন বাঁচানোর সংগ্রাম বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এর মধ্য মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি মরার উপর খাড়ার ঘা।

Link copied!