• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

পঞ্চগড়ে অভিনব উদ্যোগ ‘সেলুন পাঠাগার’


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২২, ০৪:৩২ পিএম
পঞ্চগড়ে অভিনব উদ্যোগ ‘সেলুন পাঠাগার’

জ্ঞানের আলো ছড়াতে এক ভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন আল আমিন নামে এক তরুণ। তার উদ্যোগের ফলে সেলুনে চুল কাটা বা অন্যকোনো কাজে গিয়ে অপেক্ষার সময়টা বই পড়েই কাটাবেন পঞ্চগড়ের গ্রাহকরা।

‘পড়িলে বই আলোকিত হই, না পড়িলে বই অন্ধকারে রই’ এমন একটি প্রতিপাদ্য নিয়ে শহরের সেলুনগুলোতে লাইব্রেরি গড়ে তোলার কার্যক্রম হাতে নিয়েছে জাতীয় কবি নজরুল ইসলাম স্মৃতি পাঠাগার। এই পাঠাগারের উদ্যোক্তা মকবুলার রহমান সরকারি কলেজের বাংলা বিভাগের সম্মান তৃতীয় বর্ষের ছাত্র আল আমিন।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে নিউ পারসন এক্সক্লুসিভ জেন্টস পার্লারে এই সেলুন পাঠাগারের উদ্বোধন করেন মকবুলার রহমান সরকারি কলেজের অধ্যক্ষ এম দেলওয়ার হোসেন প্রধান। এ সময় সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত শিক্ষক হাসনুর রশিদ বাবু, ব্যাংক এশিয়া পঞ্চগড় শাখার ম্যানেজার আব্দুল হামিদ উপস্থিত ছিলেন।

তরুণ উদ্যোক্তা আল আমিন জানান, আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে পঞ্চগড় জেলা শহরে ২১টি সেলুনে ২১টি সেলুন পাঠাগার গড়ে তুলবেন তিনি। এ জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে বই সংগ্রহ করছেন। সেলুনে এসে অপেক্ষার সময়টুকু অনেকে মোবাইল গেম খেলে কাটিয়ে দেন। এখন থেকে তারা বই পড়তে পারবেন। সম্পূর্ণ বই পড়ে ফেলতে না পারলেও বইয়ের নামগুলো জানবেন। লেখকের নাম জানবেন। পরে তারা বইটি সংগ্রহ করে পড়ে ফেলবেন। 
 

Link copied!