নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির দুইদিন পর কলেজছাত্রী রাহিমার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
সোমবার (৭ মার্চ) বিকেলে টানবাজার এলাকা সংলগ্ন শীতলক্ষ্যা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
রাহিমা মুন্সিগঞ্জের গজারিয়া ভিটিকান্দি এলাকার জয়নাল আবেদীনের মেয়ে। তিনি গজারিয়া কলিমুল্লা কলেজের ছাত্রী ছিলেন।
নারায়ণগঞ্জ সদর নৌ থানার ওসি মো. মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।
রাহিমা শনিবার (৫ মার্চ) বিকেলে বড় ভাই রায়হান ও ভাবীকে নিয়ে শীতলক্ষ্যা নদী পাড়ি দিয়ে চাষাঢ়া যাচ্ছিলেন। ওই সময় বাল্কহেডের ধাক্কায় তাদের নৌকা ডুবে যায়। এ ঘটনায় রাহিমার ভাই ও ভাবী সাঁতার কেটে পাড়ে উঠতে পারলেও তিনি নদীতে ডুবে যান। সেই থেকে তিনি নিখোঁজ ছিলেন। ঘটনার দুইদিন পর রাহিমার লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।