• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নির্বাচনী সহিংসতা: আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৮:৪৪ পিএম
নির্বাচনী সহিংসতা: আ. লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় বিগত উপজেলা নির্বাচন পরবর্তী সহিংসতায় মামলায় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা (৪৫) ও দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ইয়াছিন সরদারকে (২০) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ নভেম্বর) রাতে দৌলতদিয়া ঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

মোহাম্মদ আলী গোয়ালন্দ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দেওয়ানপাড়া মহল্লার আব্দুল মোল্লার ছেলে এবং ইয়াছিন দেবগ্রাম ইউনিয়নের পূর্ব তেনাপচা গ্রামের খালেক সরদারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে , ২০২০ সালের ১৪ মার্চ উপজেলা নির্বাচন নিয়ে পূর্ব শত্রুতার জেরে উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের বাসিন্দা হোটেল ব্যবসায়ী আ. মান্নান মোল্লার বসত বাড়িতে হামলা, ভাঙচুর, মারপিট ও লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনায় ১৫ মার্চ আ. মান্নান মোল্লা বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়সহ ৯ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১৫/২০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আসামিরা সবাই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী।

মামলার এজাহারে মোহাম্মদ আলী মোল্লা ৮ নম্বর এবং ইয়াছিন সরদার ৪ নম্বর আসামি। এ মামলায় আদালতের আটকাদেশ জারি হওয়ায় পুলিশ মোহাম্মদ আলী মোল্লা ও ইয়াছিনকে গ্রেপ্তার করে। তবে মামলার অপর আসামিরা জামিনে রয়েছেন।

গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, “বিগত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মরহুম নুরুল ইসলাম মণ্ডলের ঘনিষ্ঠ আত্মীয় মান্নান প্রতিহিংসার বশবতী হয়ে আমাদের আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করেন। আমি গ্রেপ্তারকৃত আসামিদের মুক্তি চাই।”

Link copied!