• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নিজ পিস্তলের গু‌লির শব্দে অচেতন পুলিশ সদস্য


বরিশাল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৭, ২০২২, ০১:৪৫ পিএম
নিজ পিস্তলের গু‌লির শব্দে অচেতন পুলিশ সদস্য

‌নিজ পিস্তলের গু‌লির শব্দে অচেতন হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন কোতোয়ালি মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সেলিম।

শনিবার (২৬ মার্চ) রাত ৯টার দিকে কোতোয়ালি মডেল থানার দ্বিতীয় তলায় ওই ঘটনা ঘটে।

মো. সে‌লিম বর্তমানে ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

থানা সূত্র জানায়, সহকা‌রী উপপ‌রিদর্শক সে‌লিম ডিউটি শেষ করে থানায় ফেরার পর দ্বিতীয় তলায় গু‌লি ছোঁড়ার বিকট শব্দ হয়। এ সময় অন‌্য পু‌লিশ সদস‌্যরা দৌড়ে গিয়ে সেলিমকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিজের পিস্তল থেকে বেরিয়ে যাওয়া গুলির শব্দেই সেলিম অচেতন হয়েছেন বলে নিশ্চিত করেছে সূত্রটি।

ব‌রিশাল মেট্রোপলিটন পুলিশের অতি‌রিক্ত উপক‌মিশনার ফজলুল ক‌রিম বলেন, “ওই পুলিশ সদস্য আগে থেকেই অসুস্থ ছিল। ডায়াবেটিস নিল হয়ে গিয়েছিল। অসুস্থ অবস্থায় পড়ে যাওয়ার সময় তার কাছে থাকা পিস্তল‌ থেকে মিসফায়ার হয়। এতে আরও অসুস্থ হয়ে যায় সে।”
 
অতিরিক্ত উপ-কমিশনার আরও জানান, এ ঘটনায় কারো শরীরে কোনো গুলি লাগেনি। ওই পু‌লিশ সদস‌্যকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

ব‌রিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মে‌ডি‌সিন ইউনিটের (পুরুষ) রে‌জিস্ট্রার নাজমুল আহসান জানান, উচ্চ রক্তচাপের কারণে ওই এএসআই অসুস্থ হয়ে পড়েছেন। তবে পুরোপুরি অচেতন নন তিনি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্তারিত বলা যাবে।

Link copied!