• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২১, ১১:৩৮ এএম
নিজ ঘরে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ময়মনসিংহে শোবার ঘর থেকে হাত-পায়ের রগ কাটা অবস্থায় সালমা আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) রাত ১১টার দিকে নগরীর ১৭ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণপল্লি থেকে সালমা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সালমার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায়। তিনি স্বামীর সঙ্গে ব্রাহ্মণপল্লিতে ভাড়া থাকতেন।

স্থানীয়রা জানান, সালমা ও তার স্বামী রাজিব মিয়া মাদকাসক্ত ছিলেন। রাতে তাদের মধ্যে ঝগড়া চলছিল। ঝগড়া শেষে প্রতিবেশীরা তাদের ঘরে গিয়ে দেখেন দরজা বন্ধ। ডাকাডাকি করে কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে দেখেন সালমার মরদেহ ঝুলছে। পরে পুলিশকে খবর দেওয়া হয়। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম আকন্দ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে সলমার স্বামী রাজিব মিয়া পলাতক। নিহতের পরিবার কোনো মামলা করা হয়নি।

Link copied!