ফেনীর সোনাগাজীতে নিজের শিশুমেয়েকে (৮) ধর্ষণের অভিযোগে ইমাম হোসেন মিসকিন (৪৫) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাতে রাজবাড়ী সদর উপজেলার ১ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৯ ফেব্রুয়ারি) তাকে ফেনীর আদালতে সোপর্দ করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন জানিয়েছে পুলিশ।
মিসকিন সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের বাসিন্দা ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক।
বুধবার দুপুর ১২টায় পুলিশ সুপারের সম্মেলন কক্ষে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।
পুলিশ সুপার বলেন, “মিসকিনের বিরুদ্ধে ডাকাতি, অস্ত্র, চাঁদাবাজি, বিস্ফোরক দ্রব্য, সরকারি কাজে বাধাদান, প্রতারণা ও অপহরণসহ ১৫টি মামলা রয়েছে। তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত একজন শীর্ষ জলদস্যু। এছাড়া তার বিরুদ্ধে স্থানীয়ভাবে সন্ত্রাস-চাঁদাবাজির বহু অভিযোগ রয়েছে।”
পুলিশ সুপার আরও জানান, সপ্তাহ দুয়েক আগে অন্য একটি মামলায় কারাগার থেকে জামিনে ছাড়া পান মিসকিন। গত ২৭ জানুয়ারি রাতে নিজ বাড়িতে নিজের ৮ বছরের শিশু কন্যা সন্তানকে ধর্ষণ করেন তিনি। ঘটনাটি তার স্ত্রী দেখে ফেলায় সে রাতেই আসামি পালিয়ে যান। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে ৩ ফেব্রুয়ারি সোনাগাজী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। এরপর পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য সোনাগাজী থানা-পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। অবশেষে তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মঙ্গলবার রাতে রাজবাড়ী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।