• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

নারী শ্রমিকের লাশ উদ্ধার


নোয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৪, ২০২২, ০৪:১৪ পিএম
নারী শ্রমিকের লাশ উদ্ধার

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা এলাকা থেকে বিবি আয়েশা পিংকি (১৮) নামের এক নারী শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের গনিপুর এলাকার কাছারি বাড়ির ভাড়া বাসা থেকে পুলিশ লাশ উদ্ধার করে। এর আগে বুধবার (২৩ মার্চ) দিবাগত রাতে পিংকি ওই ভাড়া বাসায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

পিংকি (১৮) সদর উপজেলার নেওয়াজপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের দীন ইসলামের মেয়ে।

বেগমগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পরিবারের সদস্যদের বরাত দিয়ে এসআই কামরুজ্জামান জানান, পিংকি চৌমুহনীর ডেল্টা জুট মিলের শ্রমিক ছিলেন। বুধবার রাতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। পরের দিন সকালে পিংকিকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার মা। 

Link copied!