‘নারীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে’


সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১, ০৯:০৪ পিএম
‘নারীদের কারিগরি প্রশিক্ষণ দেওয়া হবে’

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, “আমাদের দেশের নারীদের ঘরের বাহিরে নিয়ে আসতে হবে। তাদের দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। তাদেরকে কাজে লাগতে হবে। সরকার চায় দেশের সব মানুষের সমান উন্নয়ন।”

শুক্রবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলার শান্তিগঞ্জ উপজেলার এফআইভিডিবির আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে ‘বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় ১২৩ জন উপকার ভোগীদের মধ্যে ২২ লাখ ১৪ হাজার টাকা অনুদান বিতরণ অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী আরও বলেন, “যারা নিন্ম আয়ের মানুষ তাদের দিকে আমাদের নজরটা একটু বেশি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চান নিচ থেকে উন্নয়নটা হোক। প্রান্তিক জনগোষ্ঠীর মান উন্নয়নে নিরলসভাবে কাজ করছে আওয়ামী লীগ সরকার।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার উজ-জামানের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ, ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, সহকারী কমিশনার (ভূমি) সকিনা আক্তার, উপজেলা স্বাস্থ কর্মকর্তা জসিম উদ্দিন, থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া প্রমুখ।

এরআগে পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান মৎস্য অধিদপ্তরের আয়োজনে উপজেলার ডাবর ব্রিজের নিচে মহাসিং নদীতে বিভিন্ন প্রজাতির ৩০৩ কেজি পোনামাছ অবমুক্ত করেন।

Link copied!