কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে নৌকার ভেতর মিললো আইস, ইয়াবা ও অস্ত্র। এ ঘটনায় দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-২।
শুক্রবার (১৭ ডিসেম্বর) ভোর ৫টার দিকে দমদমিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মায়ানমারের মংডু এলাকার মৃত লাল মিয়ার ছেলে বদি আলম (৩০) এবং টেকনাফের হ্নীলা মৌছনী এলাকার আব্দুর রহিমের ছেলে দ্বীন মোহাম্মদ (৪০)।
বিজিবি-২-এর অধিনায়ক লে. কর্নেল শেখ খলিল আহমেদ ইফতেখার জানান, মাদকের বড় একটি চালান বাংলাদেশে প্রবেশ করছে—এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন। এ সময় একটি নৌকা আটক করে তল্লাশি করা হয়। নৌকার সিটের ভেতর থেকে একটি অস্ত্র, ক্রিস্টাল আইস মেথ ও ইয়াবা জব্দ করা হয়। আটকদের টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।