নাটোরের জেলা আওয়ামী লীগের সদস্য সাজেদুল আলম খান চৌধুরী বুড়াকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১১ জানুয়ারি) জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস স্বাক্ষরিত এক অব্যাহতিপত্রে সাজেদুল আলম খান বুড়া চৌধুরীকে আওয়ামী লীগের সব পথ থেকে অব্যাহতি দেওয়া হয়।
জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত উপেক্ষা করেছেন সাজেদুল আলম খান বুড়া চৌধুরী। কেন্দ্র থেকে মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরীর বিরুদ্ধে বিদ্রোহী হয়ে পৌরসভা নির্বাচনে অংশগ্রহণ করায় তাকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
পত্রে উল্লেখ করা হয়- ‘আগামী ১৬ জানুয়ারি ২০২২, রোববার নাটোর পৌরসভা নির্বাচনে উমা চৌধুরী জলিকে বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রদান করেন। আপনি মো. সাজেদুল আলম খান চৌধুরী (বুড়া) নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য পদে থাকা সত্ত্বেও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করা দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান করে নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিধায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে, বাংলাদেশ আওয়ামী লীগ নাটোর জেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নির্দেশক্রমে নাটোর জেলা আওয়ামী লীগের সদস্য পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকে আপনাকে অব্যাহতি প্রদান করা হলো।’
দল থেকে অব্যাহতি প্রদানে বিলম্ব হওয়ার কারণ জানতে চাইলে দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস বলেন, “আমরা নলডাঙ্গা উপজেলা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম। তাই দেরি হয়ে গেছে। তবে ২৯ ডিসেম্বর কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল নাটোরে বর্ধিত সভায় এ-সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী ১৩ দিন পর বুড়া চৌধুরীকে দল থেকে অব্যাহতি দেওয়ার হলো।”
অব্যাহতিপত্র প্রাপ্তির পর বুড়া চৌধুরী বলেন, “এটা দলীয় গঠনতন্ত্রবিরোধী সিদ্ধান্ত। নিয়ম অনুযায়ী আমাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার কথা। কিন্তু তা করা হয়নি। তবে আমি সবকিছু মোকাবেলা করে ভোটের মাঠে আছি, থাকব।”