• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নাটোরে বিএনপির ৩ শীর্ষ নেতা বহিষ্কার


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২২, ০৮:৫১ এএম
নাটোরে বিএনপির ৩ শীর্ষ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নাটোর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র শেখ এমদাদুল হক মামুন (এমদাদ), বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন (ভিপি লেলিন) ও বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জামালকে বিএনপির দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বিএনপির স্থানীয় শীর্ষ পদের এই তিন নেতা আসন্ন ১৬ জানুয়ারি অনুষ্ঠিতব্য নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন।

মঙ্গলবার (৪ জানুয়ারি) জেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব রহিম নেওয়াজ স্বাক্ষরিত দু’টি পৃথক পত্রে ওই তিন নেতাকে দল থেকে অব্যাহতি দেয়া হয়।

ওই দুটি পত্রে বলা হয়েছে, আসন্ন স্থানীয় নির্বাচনে বিএনপির স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্থানীয় সরকার নির্বাচনসহ কোনো নির্বাচন বর্তমান সরকারের অধীনে বিএনপি অংশ গ্রহণ করবে না এবং পদধারী কোনো নেতা অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু ওই নির্দেশের পরও নাটোর পৌরসভায় পৌর বিএনপির আহ্বায়ক শেখ এমদাদুল হক মামুন (এমদাদ) নাটোর পৌরসভা নির্বাচনে মেয়র পদে এবং বাগাতিপাড়া পৌর বিএনপির আহ্বায়ক আমিরুল ইসলাম জামাল ও বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন (ভিপি লেলিন) বাগাতিপাড়া পৌরসভায় মেয়র পদে অংশ গ্রহণ করেছেন।

এ অবস্থায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে তিন নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হবে মর্মে নাটোর জেলা বিএনপির সব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। 

এ ব্যাপারে শেখ এমদাদুল হক মামুন (এমদাদ) জানান, তিনি দলীয় পদ ব্যবহার করে নির্বাচনে অংশ নিচ্ছেন না। সাধারণ ভোটারদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচনে অংশ নিচ্ছেন।

অপরদিকে বাগাতিপাড়া পৌর নির্বাচনে বিএনপির শীর্ষ দুই নেতাও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। বাগাতিপাড়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম লেলিন (ভিপি লেলিন) জানান, তিনি নিজেই দল থেকে অব্যাহতি নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন।

এদিকে পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল জানান, নাচতে নেমে ঘোমটা টানা বিএনপির এটাকে আড়াল করতেই এই নাটক সাজিয়েছে। 

আগামী ১৬ জানুয়ারি নাটোর ও বাগাতিপাড়া পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Link copied!