• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ


চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২১, ২০২১, ০৬:৩৫ পিএম
নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ও সদস্যদের শপথ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার ৮ টি ইউনিয়নের নবনির্বাচিত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সাধারণ ইউপি সদস্য ও সংরক্ষিত মহিলা ইউপি সদস্যদের শপথ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ৮ ইউনিয়নের ৭২ জন সাধারণ ইউপি সদস্য ও ২৪ জনসংরক্ষিত মহিলা ইউপি সদস্যকে শপথবাক্য পাঠ করান গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন  উপজেলা সমাজসেবা অফিসার নুরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সুলতানুল ইমাম।

এর আগে বিকাল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবনির্বাচিত ৮ ইউপি চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ।

গত ১১ নভেম্বর ২য় ধাপে উপজেলার ৮টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়।

Link copied!