• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার


গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২২, ০৩:৪৮ পিএম
নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দক্ষিণ সফিপুর এলাকা থেকে নবদম্পতির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে মৌচাক ফাঁড়ি পুলিশ।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ওই এলাকার জাহাঙ্গীর হাওলাদারের দ্বিতীয়তলা বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

তারা হলেন আকাশ (২০) ও তার স্ত্রী সালমা আক্তার আইরিন (১৮)। আকাশ রাজশাহীর বাঘমারা থানার নিচুকাতিলা এলাকার রহিজুল ইসলামের ছেলে। সালমা আক্তার আইরিন দিনাজপুরের পার্বতীপুর থানার কাশিপুর এলাকার রনি মিয়ার মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, দুই মাস আগে তারা দুজনে প্রেম করে বিয়ে করেন। পরে তারা সফিপুর দক্ষিণ এলাকার জাহাঙ্গীর হাওলাদারের দ্বিতীয়তলার একটি কক্ষে ভাড়া থাকতেন। আকাশ ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন আর সালমা স্থানীয় কারখানায় চাকরি করতেন।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, প্রতিদিনের মত তারা রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে তাদের ডাকাডাকি করলে ঘুম থেকে না উঠায় তারা পাশের জানালা দিয়ে দেখে দুটি লাশ ঝুলে রয়েছে। পরে ৯৯৯ নাম্বারে ফোন দিলে পুলিশ এসে দরজা ভেঙে লাশ উদ্ধার করে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাইফুল আলম বলেন, “একই ওড়নায় আকাশ এবং তার স্ত্রী সালমার লাশ ঝুলছিল। কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।”
 

Link copied!